সিলেটে কোরআনে হাফেজের রক্তাক্ত লাশ উদ্ধার

  • Update Time : ১১:৪৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
  • / 155

সিলেট নগরের উপশহর এলাকা থেকে এক কোরআনে হাফেজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাফেজের মুখ রক্তমাখা ছিল।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপশহরের বি-ব্লকের ১৮ নম্বর রোডের ৩ নম্বর বাসার পেছন থেকে ইফজাল আহমদ (৩০) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ইফজাল আহমেদের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তিনি কোরআনে হাফেজ ছিলেন।

এ বিষয়ে শাহপরান (রহ.) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শাহজালাল উপশহর এলাকায় মরদেহ পড়ে আছে- শুনে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ওসি বলেন, মৃত যুবক রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। সকালে তাকে পরিবারের সদস্যরা ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের দরজা খোলা দেখতে পেয়ে সেখানে যান তার পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারাা। পরে বাড়ির লোকজনের আহাজারি শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তার মুখে রক্ত ছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

সিলেটে কোরআনে হাফেজের রক্তাক্ত লাশ উদ্ধার

Update Time : ১১:৪৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০

সিলেট নগরের উপশহর এলাকা থেকে এক কোরআনে হাফেজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাফেজের মুখ রক্তমাখা ছিল।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপশহরের বি-ব্লকের ১৮ নম্বর রোডের ৩ নম্বর বাসার পেছন থেকে ইফজাল আহমদ (৩০) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ইফজাল আহমেদের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তিনি কোরআনে হাফেজ ছিলেন।

এ বিষয়ে শাহপরান (রহ.) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শাহজালাল উপশহর এলাকায় মরদেহ পড়ে আছে- শুনে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ওসি বলেন, মৃত যুবক রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। সকালে তাকে পরিবারের সদস্যরা ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের দরজা খোলা দেখতে পেয়ে সেখানে যান তার পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারাা। পরে বাড়ির লোকজনের আহাজারি শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তার মুখে রক্ত ছিল।