সিরাজ তাণ্ডবে ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা
- Update Time : ০৬:২১:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / 106
স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ৫০ রানে অলআউট হয়েছে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। পেস তাণ্ডবে একাই লঙ্কান ব্যাটিং লাইনআপে ধস নামান ভারতীয় পেসার মোহাম্মাদ সিরাজ।
রোববার (১৭ সেপ্টেম্ব) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে টস হলেও বৃষ্টির কারণে ৪০ মিনিট পর খেলা মাঠে গড়ায়। সিরাজের বোলিং তোপে দলীয় ৫০ রানে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। মাত্র ২১ রানে ৬ উইকেট শিকার করেন সিরাজ।
বৃষ্টির কারণে প্রায় ৪০ মিনিট পরে ইনিংস উদ্বোধন করতে নামে শ্রীরঙ্কা। তবে শুরুতেই লঙ্কান ব্যাটিং লাইনআপে ধ্বংসযজ্ঞ চালায় ভারতীয় পেসার মোহাম্মাদ সিরাজ। ইনিংসের চতুর্থ ওভারে চার লঙ্কান ব্যাটারকে ফেরান এই পেসার। তার ধাক্কায় মাত্র ১২ রানের মধ্যে প্রথম ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। এর মধ্যে পাঁচটিই তুলে নেন সিরাজ।
প্রথম ওভারে কুশল পেরেরাকে শূন্য রানে ফেরান জাসপ্রিত বুমরাহ। এরপর থেকে লঙ্কান শিবিরে তাণ্ডব চালান আরেক পেসার সিরাজ। একে একে তুলে নেন পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভাকে। পরের ওভারে ফিরে দাসুন শানাকাকে নিজের পঞ্চম শিকার বানিয়েছেন সিরাজ। ওয়ান ডাউনে নামা কুশাল মেন্ডিস সর্বোচ্চ ১৭ রানে সেই সিরাজের বলেই আউট হন। একাদশে প্রথমবারের মতো সুযোগ পাওয়া দাসুন হেমন্ত দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রানে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে সিরাজ ২১ রানে ৬টি এবং পান্ডিয়া ৩ রানে ৩টি উইকেট শিকার করেন। বাকি উইকেটটি নেন বুমরাহ।