সাবেক মন্ত্রী পুত্র দীপু চৌধুরীর জানাজা সম্পন্ন
- Update Time : ০৫:৩৮:০০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
- / 242
জানাজায় অর্ধলক্ষাধীক জনতার ঢল
আল-আমিন ভূঁইয়া:
অভিবক্ত ঢাকা মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী, স্বাধীনতা পদক পুরস্কার প্রাপ্ত ও বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর সুযোগ্য পুত্র ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ এর সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনপ্রিয় জননেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু (৫৩) গত ২ ডিসেম্বর বিকাল ৫ টা ১৭ মিনিটের সময় ঢাকা ইউনাইটেড হসপিটালে ব্রেইন স্টোক জনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না,,রাজেউন। মৃত্যু কালে তিনি বাবা, মা, স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, ১ বোন, ১ ভাই সহ অসংখ্য আত্ত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আসর নামাজ বাদ মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় অর্ধলক্ষাধীক জনতার সমাগম লক্ষ করা গেছে। জানাজায় আগত নেতা কর্মীদের উপছে পরা ভিড় ও শোকের মাতম। মানুষের আহাজারিতে মনে হয় আকাশ বাতাস বারী হয়ে যায়। জানাজায় আগত বিভিন্ন সংগঠনের নেতৃ বৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জের জাতীয় সংসদ সদস্য সাংবাদিক সফিকুর রহমান, জেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, জেলা যুবলীগের পক্ষে মোঃ বাবর, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড, রুহুল আমিন, সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা এমএ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যুদ্ধো এমএ কুদ্দুস, উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা যুবলীগের পক্ষে সাধারণ সম্পাদক কাজী শরীফ, ছাত্র লীগের পক্ষে উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান ও যুগ্ন আহবায়ক তামজিদ সরকার রিয়াদ,সেচ্ছা সেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম ডাবলু, ছাত্র লীগের পক্ষে আশফাক চৌধুরী মাহী, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবান সরকার সুবা, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি ও দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক গাজী মুক্তার হোসেন, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, ফরাজি কান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ষাটনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লা সরকার, গজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হানিফ দর্জি, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক খোকন, দূ্র্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, পশ্চিম ইউনিয়ন পরিষদের পক্ষে সরকার মোঃ আলাউদ্দিন, বাগান বাড়ি ইউনিয়ন, সাদুল্লাপুর ইউনিয়ন, আলী মিয়া মহা বিদ্যালয়, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়, ছেংগারচর ডিগ্রি কলেজ, মতলব উত্তর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, জাকের পার্টি সহ বিভিন্ন সংগঠনের নেতৃ বৃন্দ মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দীপুর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান। জানাজায় অংশ গ্রহণ কারী সকলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্ত তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের প্রথম জানাজা মতলব উত্তর উপজেলার মোহনপুরে অনুষ্ঠিত হয়, দ্বিতীয় জানাজা বাদ আসর মতলব নিউ হোস্টেল ময়দানে অনুষ্ঠিত হয়। তৃতীয় বারের জানাজা অনুষ্ঠিত হবে আগামী কাল ০৪ ডিসেম্বর বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামীলীগ পার্টি অফিস কেন্দ্রীয় কার্যালয় ও চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে গুলশান আযাদ মসজিদ প্রাঙ্গণে।