সাবেক ঢাবি প্রক্টরসহ ছাত্রলীগের ৬৬ জনকে আসামী করে মামলা
- Update Time : ০৬:৪৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
- / 44
জাননাহ, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নবগঠিত কমিটির (সোহেল-আরিফ কমিটি) সদস্যদের উপর ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর তারিখে ঢাবির উপাচার্য ও প্রক্টরের সাথে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে যাওয়ার পথে আগে থেকেই ক্যাম্পাসে সশস্ত্র অবস্থান নেয়া ছাত্রলীগ নেতাকর্মীদের কর্তৃক হামলার অভিযোগে ছাত্রলীগের নেতাকর্মী ও সাবেক ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী সহ মোট ৬৬ জনকে আসামী করে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক (তৎকালীন সময়ে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক) আরিফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ প্রদান করেন।
মামলার অভিযোগ পত্র থেকে জানা যায়, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নবগঠিত কমিটির (সোহেল-আরিফ কমিটি) সদস্যরা ঢাবির উপাচার্য ও প্রক্টরের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য ক্যাম্পাসে আসলে বিকাল ৪ টা ১৫ মিনিটে তাদের হত্যার উদ্দেশ্যে স্যার এ এফ রহমান হলের সামনে আগে থেকেই সশস্ত্র অবস্থান নেয়া ছাত্রলীগ নেতাকর্মীরা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র, লাঠিসোটা, স্ট্যাম্পসহ দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে নৃশংসভাবে হামলা চালায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়।
অভিযোগ পত্রে আরও বলা হয়, ঐতিহ্য গত ভাবে, বহু দিনের পুরানো রেওয়াজ অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ত্রিয়াশীল সংগঠনের নতুন কমিটি ঘোষণা হলে, নবগঠিত কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভিসি মহোদয় এর সাথে সাক্ষাৎ করেন। এর ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এর নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ভিসি স্যারের সাথে সাক্ষাৎ/শুভেচ্ছা বিনিময় এর জন্য যোগাযোগ করলে ভিসি স্যার গত ২৭/০৯/২০২২ ইং তারিখ বিকাল অনুমান ৪.৪৫ ঘটিকার সময় তাদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে তার সাথে সাক্ষাৎ এর জন্য আসতে বলেন। যার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফুল ও মিষ্টি কিনে ভিসি স্যার এর সাথে সাক্ষাৎ এর প্রস্তুতি গ্রহণ করতে থাকে এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশ এর আগে তারা প্রক্টর স্যারের সাথে একাধিক বার তাদের নিরাপত্তার ব্যাপারে কথা বলে । প্রক্টর স্যার তাদেরকে আশ্বস্ত করেন যে, তাদের নিরাপত্তার কোন ঘাটতি হবে না। এরকম মিথ্যা আশ্বাস দিয়ে প্রক্টর স্যার ছাত্রলীগকে কোন প্রকার বাধা দেওয়ার ব্যবস্থা না করে বরং তাদের উপর অতর্কিত হামলা করার জন্য ছাত্রলীগকে লেলিয়ে দেন।
এ মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী, ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়, সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, রিয়াজুল ইসলাম, মোনেম শাহরিয়ার হাসান মুন, সামিউজ্জামান সামি, আসিফ হোসেন, রেহানুল লাভলী, সাব্বির হোসেন, আরিফুল ইসলাম আরিফ, অহিদুল ইসলাম আকাশ, বাধন মিয়া প্রমুখ।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বিডি সমাচার কে বলেন, বিগত দেড় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সন্ত্রাসী সংগঠন ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে এবং ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে দিয়ে হলগুলোকে টর্চার সেল বানিয়ে সাধারণ শিক্ষার্থী ও বিরোধী মতের শিক্ষার্থীদের উপর যে নির্মম নির্যাতন চালিয়েছে সেই সকল ঘটনার সঠিক তথ্য যাচাই করে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আজ ছাত্রলীগের ৬৬ জন সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হলো।
নাহিদুজ্জামান শিপন আরও বলেন, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোন প্রকার প্রতিহিংসার বশবর্তী না হয়ে বিগত দেড় দশকের সকল হামলার প্রকৃত তথ্য যাচাই করে দোষীদের শাস্তির আওতায় আনতে আগামী দিনে অতীতের সকল ঘটনার সাথে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে যাতে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ফ্যাসিবাদী শক্তির পুনরাবৃত্তি না ঘটে।