Homeজাতীয়সাগরে ঘূর্ণি, মঙ্গলবার রূপ নিতে পারে নিম্নচাপে

সাগরে ঘূর্ণি, মঙ্গলবার রূপ নিতে পারে নিম্নচাপে

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘুর্ণাবর্তটি মঙ্গলবারই নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া অফিস।

ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মোসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং এটি উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টায় পর্যন্ত দেশের আট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এর ফলে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কমে আসতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular