সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পুলিশ সদস্য প্রত্যাহার
- Update Time : ০৬:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / 351
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের সদর উপজেলার শ্রীনদী বাজারে দৈনিক গণকণ্ঠ পত্রিকার সাংবাদিক ও মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈরের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল শিকদারকে শ্রীনদী পুলিশ তদন্তকেন্দ্রের কনস্টেবল (সদস্য) মো. শাহীন শেখ কর্তৃক অসৌজন্যমূলক আচরণ ও পেটানোর ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে ওই কনস্টেবলকে মাদারীপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
সাংবাদিক সোহেল শিকদার মাদারীপুর সদর উপজেলার রায়েরকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা এসকেনন্দর শিকদারের ছেলে।
তিনি জানান, শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে শ্রীনদী বাজারে একটি ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি অভিযোগ করেন স্থানীয় একজন। এ সময় ওই লোকের সঙ্গে কথা বলার সময় কিছু বুঝে ওঠার আগেই পুলিশ কনস্টেবল শাহীন শেখ শার্টের কলার ধরে গালাগালি ও কিলঘুষি দিতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য নিয়ে আসে।
এ ঘটনার সংবাদ পেয়ে ওই সাংবাদিককে দেখতে আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর সাধারণ সম্পাদক সুজন হোসেন রিফাত বলেন, ‘এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুলিশ ও সাংবাদিকের মধ্যে ভুল বুঝাবুঝির জন্য এমনটা হয়েছে।’
মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈরের সভাপতি এস এম ফেরদৌস হোসাইন বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।’
অভিযুক্ত পুলিশ কনস্টেবল শাহীন শেখের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে মাদারীপুরের শ্রীনদী পুলিশ তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার বলেন, ‘কনস্টেবল শাহীন শেখকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।’