সদর দক্ষিণে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক
- Update Time : ১০:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / 35
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
কুমিল্লা সদর দক্ষিণে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোতাহের হোসেন (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলের উপজেলার ভাটপাড়া গ্রামে নিজ বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোতাহের হোসেন ওই গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে।
জানা গেছে, ৪/৫ টি মাদক মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়ি এসেছে, এমন গোপন তথ্য পেয়ে বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মোতাহেরর নামে একধিক মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে।
সদর দক্ষিণ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি মেতাহেরকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Tag :