লিটন মুন্ডা, চুনারুঘাট প্রতিনিধিঃ
কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়ন পরিষদের বেগমখান চা বাগানে সক্ষমতা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন কারিতাস স্পেন দাতা সংস্থার প্রতিনিধি ফ্রান্সিস্কা প্রেট্রিলিগিরি।
এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিচালক সিলেট, বনিফাস খংলা, সক্ষমতা প্রকল্প সিলেট অঞ্চল প্রোগ্রাম অফিসার চন্দন রোজারিও, চয়ন চক্রবর্তী, সহকারী প্রোগ্রাম অফিসার বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি, ইউপি মেম্বার বাগানবাসী ও ছাত্রছাত্রী বৃন্দ।
এ সময় ফ্রান্সিসকা বলেন পিছিয়ে পড়া চা জনগুষ্টিকে কাছে পেয়ে আসলেই আমি গর্বিত ও আনন্দিত। আমাদের স্পেন বাসীরা এভাবে একত্রিত হয়ে কাজ করতে পছন্দ করে।
আমি আশা করব আপনারা সকলে এভাবে একত্রিত হয়ে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাবেন।আমি যথার্থ চেষ্টা করব আপনাদের পাশে থাকার।
খুব মনোমুগ্ধকর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আসলেই আমি আনন্দিত । পরিশেষে চা জনগোষ্ঠীকে সামনে রেখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করা হয়।