ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে: ছাত্রলীগ সভাপতি জয়

  • Update Time : ০৪:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • / 187

মাহমুদুল হাসান ফয়সাল,ঢাকা:

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সব শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং খাবার ও ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ রবিবার (১৫ আগস্ট) সকালে বনানী কাঁচা বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বনানী থানা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় অংশগ্রহণ করেন।

এ সময় আল নাহিয়ান খান জয় বলেন,জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলা গড়তে।ষড়যন্ত্রকারী বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শ ও স্বপ্নের মৃত্যু ঘটাতে পারেনি। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে এদেশ এগিয়ে যাচ্ছে।ষড়যন্ত্রকারীরা বারবার আঘাত করার চেস্টা করে যাচ্ছে, ছাত্রলীগ ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে। শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়তে হবে।

বনানী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর (উঃ) ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন,সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়,বনানী থানা ছাত্রলীগের সভাপতি শাহ আলম।

Please Share This Post in Your Social Media

ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে: ছাত্রলীগ সভাপতি জয়

Update Time : ০৪:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১

মাহমুদুল হাসান ফয়সাল,ঢাকা:

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সব শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং খাবার ও ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ রবিবার (১৫ আগস্ট) সকালে বনানী কাঁচা বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বনানী থানা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় অংশগ্রহণ করেন।

এ সময় আল নাহিয়ান খান জয় বলেন,জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলা গড়তে।ষড়যন্ত্রকারী বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শ ও স্বপ্নের মৃত্যু ঘটাতে পারেনি। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে এদেশ এগিয়ে যাচ্ছে।ষড়যন্ত্রকারীরা বারবার আঘাত করার চেস্টা করে যাচ্ছে, ছাত্রলীগ ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে। শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়তে হবে।

বনানী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর (উঃ) ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন,সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়,বনানী থানা ছাত্রলীগের সভাপতি শাহ আলম।