শিশু রবিউল হাসানের জন্য সাহায্যের আবেদন
- Update Time : ০৮:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- / 24
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের রোড়পাড়া এলাকার দিনমজুর মোহাম্মদ ছোটনের ছেলে রবিউল হাসান (৫) সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন।
কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় ২৮ নং শিশু ওয়ার্ডের ৯নং সিটে চিকিৎসাধীন আছে শিশু রবিউল।
মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হওয়ায় চিকিৎসক অপারেশন করার পরামর্শ দিয়েছে। দিনমজুর পিতার অপারেশন করার জন্য যে কিছু টাকা লাগবে সেই টাকাটা নেই। তার পরিবারের পক্ষ থেকে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে দেশবাসীর কাছে।
শিশু রবিউলের পিতা মোঃ ছোটন জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হওয়ায় চিকিৎসক অপারেশন করতে হবে বলে জানান, অপারেশনের জন্য যে টাকা প্রয়োজন এখন সে টাকা আমার পক্ষে যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই আমি দেশবাসীর কাছে আমার শিশুর চিকিৎসার সাহায্যের আবেদন জানাচ্ছি।
রবিউ হাসানের পিতা দিনমজুর। চিকিৎসা করার মতো আর্থিক সামর্থ তার নেই। ছেলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানাঃ মোবাইল-01852125746 (বিকাশ) ও 01857939271 (নগদ)