শার্শায় অধ্যক্ষ উত্তম কুমারের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
- Update Time : ০১:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
- / 22
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ যশোর জেলার শার্শা উপজেলা বাজার এলাকায় অবস্থিত “সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ”র ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমারের পদত্যাগ চেয়ে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৭ আগষ্ট) স্কুল সময় সকালের দিকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে “এক দফা এক দাবি,উত্তম তুই কবে যাবি”, “স্বৈরাচার দূর্নীতিবাজ প্রিন্সিপ্যাল এর পদত্যাগ চাই” এমনসব শ্লোগানে লেখা ব্যানার এবং প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
অধ্যক্ষের দ্রুত পদত্যাগ চেয়ে স্কুল থেকে বিদায় নিতে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়,
তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই আমরা অধ্যক্ষের পদত্যাগ চাই। কলেজে নিয়োগ বাণিজ্য, উন্নয়ন বরাদ্দের টাকা আত্মসাৎ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকদের দমনসহ নানা অভিযোগের কথা জানান শিক্ষার্থীরা।
Tag :