লুট হওয়া পুলিশের ৫৩৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার
- Update Time : ০৪:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
- / 21
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণবিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইন্স থেকে লুট হওয়া ৫৩৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে আজ বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন ধরনের ৫৩৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ১০ হাজার ২১৯ রাউন্ড গুলি, ৩৫৯টি কাঁদানে গ্যাসের সেল এবং ১৪২টি সাউন্ড গ্রেনেডও উদ্ধার করা হয়।
এদিকে গতকাল বুধবার পর্যন্ত র্যাব ৯৭টি অস্ত্র উদ্ধারের পাশাপাশি ৬ হাজার ৫৮৫টি গোলাবারুদ ও ২৮টি ম্যাগাজিন উদ্ধার করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির দিন ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে।