রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনাসভা অনুষ্ঠিত
- Update Time : ০৩:০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
- / 56
বিডি সমাচার ডেস্ক
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়া সকল বীর শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্মরণে নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ৮ আগষ্ট) লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদ মাঠে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনতা স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষার্থী হাসনাইন খান ভবিষ্যৎ রাষ্ট্রকে সহিংসতা, দুর্নীতি ও অপরাজনীতি থেকে মুক্ত রাখার প্রত্যয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথভাবে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
শিক্ষার্থীরা বলেন, এ কর্মসূচি তাদের শক্ত অবস্থান জানানোর সূচনা মাত্র। ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে এলাকা ভিত্তিক তারা কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ সভায় অন্যান্যদের মধ্যে মামুন রেজা, আশরাফুল ইসলাম, কাজী বাবু, ইউনুস, মহিদুল ইসলাম প্রমুখ উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
এছাড়া উক্ত সভায় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়, এল এস জে এন ইউনিয়ন ইন্সটিটিউশন,শিয়রবর মাধ্যমিক বিদ্যালয়, শালনাগর মডার্ণ একাডেমি,এস এইচ বি আর আলিম মাদ্রাসা,মাকড়াইল কে, কে, এস ইনস্টিটিউশন (স্কুল এন্ড কলেজ) এর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন এবং বক্তব্য রাখেন।
শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে – এলাকা ভিত্তিক সাম্প্রদায়িকতা নিরসন, অপরাজনীতি রুখে দেওয়া, বৃক্ষরোপন কর্মসূচি, দ্রবমূল্যের দাম মনিটরিং, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করা ইত্যাদি।