Homeজেলারাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত

রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত

হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ফাল্গুনের হাত ধরেই প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন ঘটে। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি বর্ণিল সাজে সজ্জিত হয়েছে। বসন্তের আগমনে প্রকৃতির সঙ্গে তরুণ হৃদয়েও লেগেছে দোলা। সকল কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুনের প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্ত উপস্থিত হয়েছে। আর তাই তো বসন্তের আনুষ্ঠানিক বার্তা জানান দিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ষড়জ শিল্পীগোষ্ঠীর আয়োজনে ‘বসন্ত উৎসব’ বাংলা ১৪২৯ পালিত হয়।

এ উপলক্ষে গত মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “বসন্ত উৎসব” আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ষড়জ শিল্পী গোষ্ঠীর সভাপতি রেজাউল করিম বাবু।

অতিথি হিসাবে বসন্তের উপর বক্তব্য রাখেন, সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, ঠাকুরগাঁও জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সেতারা বেগম, সাধারণ সমাপাদক রেজওয়ানুল হক রিজু, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, রাণীশংকৈল ষড়জ শিকল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সেলিমউল্লাহ,অধ্যাপক প্রশান্ত বসাক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বসন্ত হচ্ছে গাছের পূরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা গঁজানোর সময়, তেমনি বসন্তের বাতাসের সাথে মানুষের মনের মধ্যে সুন্দর হাওয়া যেন বয়ে যায়।

আলোচনা শেষে ঠাকুরগাঁও উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পী পরিবেশনায় এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, এম এস ফেরদৌস বাহার ও পিনাকী বসাক।

RELATED ARTICLES

Most Popular