রাণীশংকৈলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
- Update Time : ০৬:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / 141
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নেকমরদ মহাসড়কের খালেক হাসংকিং মিলের সামানে ৮ জুলাই মঙ্গলবার বিকাল ৩ টায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ড্রাইভার গুরুত্বর আহত হয়েছে।
.
সরেজমিনে গিয়ে দেখা গেছে নেকমরদ থেকে জুনায়েদ পরিবহন ঢাকা মেট্রো-ট ১৪৭৬৯১ নামে একটি ট্রাক রাণীশংকৈল অভিমুখে যাচ্ছিল অপরদিক থেকে টি এন্ট টি এন্টার প্রাইজ ঢাকা মেট্রো- ট ১৫৬২১১ নামে আরেকটি ট্রাক দ্রুতগতিতে নেকমরদ যাচ্ছিল খালেকের মিলের সামনে একটি ছোটযানকে সাইড দিতে গিয়ে প্রচন্ড জোরে ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ বাধেঁ।
.
এতে একজন ড্রাইভাসহ বাকীরা পালিয়ে যায়। কিন্তু টিএন্টটি এন্টার প্রাইজের ড্রাইভার দু’ট্রাকের মধ্যে চাপাপড়ে। সাথে সাথে রাণীশংকৈল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে গুরুত্বর অবস্থায় সেই ড্রাইভারসহ একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
.
কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সাব ইন্সপেক্ট আহসান হাবিব ও আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Tag :