রাজশাহী বিভাগ জুড়ে আরও ৪মৃত্যু, শনাক্ত ২৪৩ জন
- Update Time : ১২:১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / 270
পাপ্পু কুমার:
রাজশাহী বিভাগে করোনা রুগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ রাজশাহী বিভাগে চারজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বগুড়া জেলায় তাদের মৃত্যু হয়। এ দিন বিভাগজুড়ে আরও ২৪৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
.
শনিবার (২৭ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভাগজুড়ে এ পর্যন্ত ৭০ জনের প্রাণহানি ঘটেছে করোনাভাইরাসে। সর্বোচ্চ ৪৭ জন মারা গেছেন বগুড়ায়।
.
সর্বশেষ শনিবারও এ জেলায় চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে ৭, নওগাঁয় ৪, নাটোরে ১, সিরাজগঞ্জে ৩ এবং পাবনায় ৮ জন মারা গেছেন। নতুন শনাক্ত ২৪৩ করোনা রোগীর মধ্যে ৬৭ জনই বগুড়ার বাসিন্দা। সমানসংখ্যক রোগী শনাক্ত হয়েছে জয়পুরহাটে।
.
এছাড়া এ দিন রাজশাহীতে ৬৩, নওগাঁয় ৪, সিরাজগঞ্জে ২৯ এবং পাবনায় ১৩ জনের করোনার সংক্রমণ ধরা পড়েছে। এ দিন নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে নতুন রোগী শনাক্ত হননি। এই নিয়ে বগুড়াতে ২ হাজার ৬৬৯, রাজশাহীতে ৪৭৪, জয়পুরহাটে ৩২৪, নওগাঁয় ৩২৭, সিরাজগঞ্জে ৩৬১, পাবনায় ৪২৮ জন, নাটোরে ১৫৫ এবং চাঁপাইনবাবগঞ্জে ৯৪ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৯৯ জন।
.
এর মধ্যে নওগাঁর ২০৫ জন, জয়পুরহাটের ১৩৬ জন, বগুড়ার ৩২২ জন, নাটোরের ৫৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৪ জন, রাজশাহীর ৬৮ জন, সিরাজগঞ্জের ১৮ জন এবং পাবনার ৪১ জন করোনামুক্ত হয়েছেন। এখনও হাসপাতালে আছেন ৫২৯ জন।
Tag :