রাজধানীতে ‘হিটস্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু

  • Update Time : ০৯:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • / 28

রাজধানী ঢাকাতে প্রচণ্ড গরমে আব্দুল আউয়াল (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বিকেলে ঢাকা নার্সিং কলেজের পেছনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে অচেতন অবস্থায় সেই রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান, আব্দুল আউয়াল রিকশা চালিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আব্দুল আউয়ালের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে। ঢাকার শনির আখড়া ও আশপাশের এলাকায় রিকশা চালাতেন তিনি, থাকতেন নারায়ণগঞ্জে।

Tag :

Please Share This Post in Your Social Media

রাজধানীতে ‘হিটস্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু

Update Time : ০৯:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

রাজধানী ঢাকাতে প্রচণ্ড গরমে আব্দুল আউয়াল (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বিকেলে ঢাকা নার্সিং কলেজের পেছনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে অচেতন অবস্থায় সেই রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান, আব্দুল আউয়াল রিকশা চালিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আব্দুল আউয়ালের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে। ঢাকার শনির আখড়া ও আশপাশের এলাকায় রিকশা চালাতেন তিনি, থাকতেন নারায়ণগঞ্জে।