যেসব জায়গায় পশুর হাট না বসানোর সুপারিশ
- Update Time : ০৮:২০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / 196
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে কোরবানির পশুর হাট স্থাপন না করার সুপারিশ করেছে করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
অন্যান্য জায়গায় স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর পক্ষে মত দিয়েছে কমিটি। তবে শহরের ভেতরে হাট স্থাপন করা যাবে না বলেও সুপারিশ করা হয়। অনলাইনে এক সভায় মোট আটটি সুপারিশ করে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটি আরও বলেছে, পশুর হাট খোলা ময়দানের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সংক্রমণ প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পশু জবাই বাড়িতে না করে নির্ধারিত স্থানে করতে হবে।
এছাড়া কোভিড-১৯ সংক্রমণ বিস্তার প্রতিরোধে আসন্ন ঈদের ছুটিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্যান্য স্থানে যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দিয়েছে কমিটি।
Tag :