যুবলীগ নেতা আজমের ওপর দুর্বৃত্তদের হামলা
- Update Time : ০৭:১৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
- / 107
এনামুল হক, সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি :
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগ নেতা সোহানুর রহমান আজমের উপর অতর্কিত হামলা চালিয়েছেন দুর্বৃত্তরা। এতে গুরুত্বর আহত সোহানুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধায় উপজেলার ফলগাছা থেকে সুন্দরগঞ্জ আসার পথে সোনারায় বাজারে হামলার শিকার হন তিনি।
আহত সোহানুর রহমান আজম সুন্দরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক। তিনি পৌরসভার ১ নং ওয়ার্ডের বালাপাড়া গ্রামের মৃত এনদা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে করে ফলগাছা বাজার থেকে সুন্দরগঞ্জে যাচ্ছিলেন আজম। পথে সোনারায় বাজার এলাকায় পৌঁছিলে হঠাৎ করে ৪-৫ জন মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর আজমের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে তারা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।
স্বজনদের অভিযোগ, হামলাকারীরা আজমকে এলোপাথারী কুপিয়ে আহত করে। এছাড়া তার দুই পায়ের হাটুর নিচে জখমও হয়েছে। রাজনৈতিক দ্বন্দের কারণে প্রতিপক্ষরা তার উপর হামলা ঘটনা ঘটায়।
এদিকে, হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম। তিনি জানান, হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। কি কারণে হামলা ঘটনা ঘটেছে তাও তদন্ত করা হচ্ছে।