যাত্রাবিরতির আশ্বাসে অবরোধের ৪ ঘন্টাপর স্টেশন ছাড়লো বুড়িমারী এক্সপ্রেস
- Update Time : ১০:৫২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
- / 20
এনামুল হক,(সুন্দরগঞ্জ)গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবিতে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চার ঘন্টা আটকে রেখে অবরোধ কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্থানীয় জনতা। আগামি রবিবার থেকে বামনডাঙ্গা স্টেশনে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটির যাত্রাবিরতির আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ও লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেন কামারপাড়া স্টেশনে আটকে পড়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ বর্ষের ছাত্র মো. আবু রায়হানের নেতৃত্বে অবরোধে অংশ নেয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতারা।
বামনডাঙ্গা স্টেশন মাষ্টার মো. হাইউল মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৫টায় বামনডাঙ্গা স্টেশনে পৌঁছায়। এসময় যাত্রাবিরতির দাবিতে স্টেশনে অবস্থান নিয়ে ট্রেনটিকে আটকে দেয় আন্দোলনকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম স্টেশনে আসেন। এরপর সেনাবাহীনির একটি দলও আসে স্টেশনে। পরে তারা দফায় দফায় অবরোধকারীদের সাথে আলোচনা করলেও যাত্রাবিরতির নিশ্চয়তা এবং আসন সংখ্যার বিষয়ে সুস্পষ্ট আশ্বাস দিতে না পারায় অবরোধের সময় বৃদ্ধি পায়। এরপর ইউএনও তরিকুল ইসলাম রাত সাড়ে নয়টার দিকে যাত্রা বিরতিসহ আসন সংখ্যার বিষয়টি নিশ্চিত করলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তরিকুল ইসলাম জানান, ট্রেনটি অবরোধের পর থেকে রেলওয়ের উত্তরাঞ্চলের প্রধান কর্মকর্তার সাথে কথা বলে সমাধান না পেয়ে রেলের জিএমের সাথে কথা বলা হয়। কিন্তু সেখানে সমাধান না হলে পরে সিনিয়র সচিব ও ডিজি মহোদয়ের মাধ্যমে সম্মানিত উপদেষ্টার সাথে কথা বলা হয়। তিনি আশ্বস্ত করেছেন আগামী রবিবারের মধ্যে আন্দোলনকারীদের সকল দাবী মেনে নেওয়া হবে। এই আশ্বাসের পর স্টেশনে অবস্থানরত শিক্ষার্থী জনতা-অবরোধ তুলে নেয়। পরে বুড়িমারি ট্রেনটিসহ কামারপাড়া স্টেশনে আটকা দুটি ট্রেনের চলাচল স্বাভাবিক হয়।
চলতি বছরের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয় আন্তঃনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি। কিন্তু ট্রেনটি বামনডাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি ও আসন সংখ্যা রাখা হয়নি। এরপর থেকেই ট্রেনটির যাত্রাবিরতির জন্য মানববন্ধনসহ বারবার দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী।