যশোরে ৭.৮ কেজি গাঁজা সহ একজন গ্রেফতার
- Update Time : ১২:১৪:০১ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / 13
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-
যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ৩নং ইছালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হুদা রাজাপুর এলাকা হতে ৭.৮ কেজি গাঁজা সহ মো.রায়হান সুলতান(২৭) নামের এক মাদক বিক্রয়কারীকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর কোম্পানীর ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লা.লে.মো.রাসেল এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন-” র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে”।
“নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ৮ঘটিকার দিকে গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ইছালী ইউনিয়নের হুদা রাজাপুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি ঐ গ্রামের প্রভিটা হ্যাচারি চিকস্ লিমিটেড (ইউনিট-৩) এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক বিক্রেতা রায়হান সুলতান কে গ্রেফতার করে এবং তার হেফাজতে থাকা ০৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ০২টি মোবাইল এবং ০২ টি সিমকার্ড উদ্ধারপূর্বক জব্দ করা হয়”।
“আসামী রায়হানের বাড়ী হুদারাজাপুর গ্রামে,তার পিতার নাম-মো.শহিদুল ইসলাম”।
জব্দকৃত আলামত ও আসামী রায়হান কে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে “প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।