যবিপ্রবির মসিয়ূর রহমান হলের নতুন প্রভোস্ট ড. মজনুজ্জামান
- Update Time : ০৯:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- / 52
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান (শমর) হলের প্রভোস্টের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান । বুধবার (১১সেপ্টেম্বর) আর্থিক এবং প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত ডিন মহোদয়ের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশ অনুযায়ী, বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মজনুজ্জামান ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শহীদ মসিয়ূর রহমান হলের “প্রভোস্ট” এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
উল্লেখ্য, ড. মো. মজনুজ্জামান চটগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় থেকে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি (অনার্স) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলযয়ে একই বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানের সাগা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি এর আগে সহকারি প্রভোস্ট ও ভারপ্রাপ্ত প্রভোস্টের দায়িত্ব পালন করেন।