মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রীর গভীর শোক
- Update Time : ১০:৫৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / 139
বিশেষ সংবাদদাতা :
বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতিমন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
.
ধর্ম প্রতিমন্ত্রী আজ শনিবার এক শোক বার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনীতি ও সকল গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ নাসিমের রয়েছে অপরিসীম অবদান। তার মৃত্যুতে আমরা দেশ ও জনগণের জন্য নিবেদিত সত্যিকারের একজন রাজনীতিবিদকে হারালাম যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
.
শোকবার্তায় ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, শহীদ পিতার মতোই মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ঘাত-প্রতিঘাত, নির্যাতন উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে গেছেন।তাঁর মৃত্যুতে বাংলাদেশ হারালো একজন সত্যিকারের দেশপ্রেমিক জননেতা।
.
উল্লেখ্য, মোহাম্মদ নাসিম (৭২) আজ শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
.
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিম বিভিন্ন মেয়াদে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Tag :