মোহাম্মদ নাসিমের মৃত্যুতে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শোক
- Update Time : ০৭:২২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / 129
নিজস্ব প্রতিনিধিঃ
সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, আওয়ামীলীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, জাতীয় ৪ নেতার একজন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিম -এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,এমপি ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম,এমপি।
.
শনিবার দুপুরে এক বিবৃতিতে তারা এ শোক প্রকাশ করেন।
.
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তাঁর শোঁকবার্তায় জানান, মোহাম্মদ নাসিমের বিয়োগ বাংলাদেশ আওয়ামীলীগ তথা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন দক্ষ যোদ্ধাকে হারালাম।
.
উপমন্ত্রী এনামুল হক শামীম এক শোকাভিভূত স্মৃতিচারণে বলেন: মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামীলীগের দু:সময়ের কান্ডারী ছিলেন। দেশের এমন সঙ্কটে মোহাম্মদ নাসিমের মত বর্ষীয়ান নেতার অভিজ্ঞতা ও নেতৃত্ব খুব জরুরী ছিলো। দেশ ও মানুষের সেবায় নিজেকে আজীবন উৎসর্গ করেছেন এই জনদরদী রাজনীতিবিদ।
.
প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী তাদের পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
.
উল্লেখ্য, মোহাম্মদ নাসিম (৭২) শনিবার (১৩জুন) রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন । তিনি ২০১৪ -২০১৮ মেয়াদে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ১৯৯৬-২০০১ মেয়াদে তিনি স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Tag :