নবনিযুক্ত চাঁদপুর জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

দ্রুতই সমাজে অশান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে: জেলা প্রশাসক মোহসীন উদ্দিন

  • Update Time : ১২:৪২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 19

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মত বিনিময় করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার পক্ষ থেকে জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন নবনিযুক্ত জেলা প্রশাসককে লক্ষ্য করে বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলিক তিনটি বিষয়কে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। তা হল ইসলাম,দেশ, মানবতা।

তিনি আরো বলেন আপনি নিশ্চয়ই অবগত আছেন ২০১৯,২০,২১ সালে করোনা কালীন মানবতার চরম দুঃসময়ে ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবকগণ জীবনের ঝুঁকে নিয়ে সকল ধর্ম বর্ণের মানুষের কাফন-দাফনের যে দায়িত্ব পালন করেছিল তা ইতিহাস বিরল। ইসলাম যেহেতু শান্তি ও মানবতার ধর্ম তাই ৫ অগাস্টের পর রাজনৈতিক এবং প্রশাসনিক শূন্যতায় ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা, রাষ্ট্রের সম্পদ রক্ষাসহ থানার নিরাপত্তার দায়িত্বে সর্বদা নিয়োজিত ছিল।

তিন আরো বলেন পুলিশ প্রশাসনের দুর্বলতার সুযোগ কে কাজে লাগিয়ে একটি স্বার্থান্বেষী মহল সমাজে অশান্তি সৃষ্টি করছে, চাঁদাবাজি,লুটপাট, জবরদখল চোরাগুপ্তা হামলা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তাই এই বিষয়গুলো অতি দ্রুত আমলে নিয়ে মানুষের জানমাল রক্ষায় আপনি পদক্ষেপ নিবেন বলে আমরা আশাবাদী।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন অতি দ্রুতই একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হবে সেই বিষয়ে আমরা কঠোর পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। এতে আপনাদের সহযোগিতাও আমরা কামনা করছি। পরিশেষে জেলা সভাপতির পক্ষ থেকে জেলা প্রশাসককে সাইয়িদ আবুল হাসান আলী নদভী’র লিখিত নবীয়ে রহমত নামক একটি তাৎপর্যপূর্ণ বই হাদিয়া প্রদান করা হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানি, সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, জেলা জয়েন সেক্রেটারি হাফেজ মাওলানা বেলাল হোসাইন, মাহবুব ইমরান মাসুম,জেলা প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমদ, জেলা অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোঃ রাকিব হোসেন,সাধারণ সম্পাদক ডিএম ফয়সাল প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

নবনিযুক্ত চাঁদপুর জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

দ্রুতই সমাজে অশান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে: জেলা প্রশাসক মোহসীন উদ্দিন

Update Time : ১২:৪২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মত বিনিময় করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার পক্ষ থেকে জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন নবনিযুক্ত জেলা প্রশাসককে লক্ষ্য করে বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলিক তিনটি বিষয়কে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। তা হল ইসলাম,দেশ, মানবতা।

তিনি আরো বলেন আপনি নিশ্চয়ই অবগত আছেন ২০১৯,২০,২১ সালে করোনা কালীন মানবতার চরম দুঃসময়ে ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবকগণ জীবনের ঝুঁকে নিয়ে সকল ধর্ম বর্ণের মানুষের কাফন-দাফনের যে দায়িত্ব পালন করেছিল তা ইতিহাস বিরল। ইসলাম যেহেতু শান্তি ও মানবতার ধর্ম তাই ৫ অগাস্টের পর রাজনৈতিক এবং প্রশাসনিক শূন্যতায় ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা, রাষ্ট্রের সম্পদ রক্ষাসহ থানার নিরাপত্তার দায়িত্বে সর্বদা নিয়োজিত ছিল।

তিন আরো বলেন পুলিশ প্রশাসনের দুর্বলতার সুযোগ কে কাজে লাগিয়ে একটি স্বার্থান্বেষী মহল সমাজে অশান্তি সৃষ্টি করছে, চাঁদাবাজি,লুটপাট, জবরদখল চোরাগুপ্তা হামলা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তাই এই বিষয়গুলো অতি দ্রুত আমলে নিয়ে মানুষের জানমাল রক্ষায় আপনি পদক্ষেপ নিবেন বলে আমরা আশাবাদী।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন অতি দ্রুতই একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হবে সেই বিষয়ে আমরা কঠোর পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। এতে আপনাদের সহযোগিতাও আমরা কামনা করছি। পরিশেষে জেলা সভাপতির পক্ষ থেকে জেলা প্রশাসককে সাইয়িদ আবুল হাসান আলী নদভী’র লিখিত নবীয়ে রহমত নামক একটি তাৎপর্যপূর্ণ বই হাদিয়া প্রদান করা হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানি, সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, জেলা জয়েন সেক্রেটারি হাফেজ মাওলানা বেলাল হোসাইন, মাহবুব ইমরান মাসুম,জেলা প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমদ, জেলা অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোঃ রাকিব হোসেন,সাধারণ সম্পাদক ডিএম ফয়সাল প্রমুখ।