মুক্তি মিলছে না মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিকের

  • Update Time : ১২:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
  • / 141

আন্তর্জাতিক ডেস্কঃ 

সাংবাদিক ড্যানি ফেনস্টেরের জামিন নামঞ্জুর করেছে
মিয়ানমারের একটি আদালত মার্কিন। একই সঙ্গে তার বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হয়েছে। ফলে এখনই তিনি মুক্তি পাচ্ছেন না। ড্যানির আইনজীবী জানিয়েছেন, গত পাঁচ মাস ধরে কারাভোগ করছেন তিনি। খবর আল জাজিরার।

এরই মধ্যে তার বিরুদ্ধে মিথ্যা ও উসকানিমূলক তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে তাকে তিন বছরের সাজা ভোগ করতে হতে পারে। ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৪ মে আটক হন ড্যানি। তিনি অনলাইন ম্যাগাজিন ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার বিরুদ্ধে অবৈধ বিরোধী দলগুলোর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বেআইনি অ্যাসোসিয়েশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। এই অভিযোগেও দুই থেকে তিন বছরের কারাদণ্ড হতে পারে।

ড্যানির আইনজীবী থান জ’ অং বলেন, বুধবার নতুন করে তার বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এতে ভিসার শর্ত লঙ্ঘন করায় পাঁচ মাস থেকে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে তার।

Tag :

Please Share This Post in Your Social Media

মুক্তি মিলছে না মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিকের

Update Time : ১২:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ 

সাংবাদিক ড্যানি ফেনস্টেরের জামিন নামঞ্জুর করেছে
মিয়ানমারের একটি আদালত মার্কিন। একই সঙ্গে তার বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হয়েছে। ফলে এখনই তিনি মুক্তি পাচ্ছেন না। ড্যানির আইনজীবী জানিয়েছেন, গত পাঁচ মাস ধরে কারাভোগ করছেন তিনি। খবর আল জাজিরার।

এরই মধ্যে তার বিরুদ্ধে মিথ্যা ও উসকানিমূলক তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে তাকে তিন বছরের সাজা ভোগ করতে হতে পারে। ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৪ মে আটক হন ড্যানি। তিনি অনলাইন ম্যাগাজিন ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার বিরুদ্ধে অবৈধ বিরোধী দলগুলোর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বেআইনি অ্যাসোসিয়েশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। এই অভিযোগেও দুই থেকে তিন বছরের কারাদণ্ড হতে পারে।

ড্যানির আইনজীবী থান জ’ অং বলেন, বুধবার নতুন করে তার বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এতে ভিসার শর্ত লঙ্ঘন করায় পাঁচ মাস থেকে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে তার।