মীরসরাইয়ে দুর্বৃত্তের হামলায় যুবলীগ কর্মী খুন

  • Update Time : ১২:১৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • / 186

মীরসরাই,প্রতিনিধিঃ

চট্টগ্রামের মীরসরাইয়ে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দূবৃত্তরা। নিহত যুবলীগ কর্মী শহীদুল ইসলাম আকাশ (২৮) হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নূর ইসলামের পুত্র। সূত্রে জানা যায়, আকাশ সোমবার ১৯ সেপ্টেম্বর সন্ধায় নিজ এলাকা থেকে বারইয়ারহাট আসার পথে স্থানীয় চিনকিরহাট বাজার এলাকায় দূর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখমকরে ফেলে রাখে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত ৯টায় সে মারা যায়। প্রাথমিকভাবে এই হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে কয়েকটি সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। মীরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা বলেন, নিহত শহীদুল ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলো। কি কারণে সে খুন হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সোনামিয়া বলেন, বিষয়টি আমি ঐ ওয়ার্ডের ইউপি সদস্য’র মাধ্যমে জেনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি। তাই খুনের কারণ বা কারা জড়িত এখনো কিছু বলা যাচ্ছে না।
এবিষয়ে জানতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুনের মুঠোফোনে কল করলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

মীরসরাইয়ে দুর্বৃত্তের হামলায় যুবলীগ কর্মী খুন

Update Time : ১২:১৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

মীরসরাই,প্রতিনিধিঃ

চট্টগ্রামের মীরসরাইয়ে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দূবৃত্তরা। নিহত যুবলীগ কর্মী শহীদুল ইসলাম আকাশ (২৮) হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নূর ইসলামের পুত্র। সূত্রে জানা যায়, আকাশ সোমবার ১৯ সেপ্টেম্বর সন্ধায় নিজ এলাকা থেকে বারইয়ারহাট আসার পথে স্থানীয় চিনকিরহাট বাজার এলাকায় দূর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখমকরে ফেলে রাখে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত ৯টায় সে মারা যায়। প্রাথমিকভাবে এই হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে কয়েকটি সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। মীরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা বলেন, নিহত শহীদুল ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলো। কি কারণে সে খুন হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সোনামিয়া বলেন, বিষয়টি আমি ঐ ওয়ার্ডের ইউপি সদস্য’র মাধ্যমে জেনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি। তাই খুনের কারণ বা কারা জড়িত এখনো কিছু বলা যাচ্ছে না।
এবিষয়ে জানতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুনের মুঠোফোনে কল করলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।