মীরসরাইয়ে বৈসম্যবিরোধী ছাত্র প্রতিনিধির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

  • Update Time : ০৬:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • / 16

মীরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব (চট্টগ্রাম জেলার) মীরসরাইয়ে বিভিন্ন সেক্টরের সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান /প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। বিকেল প্রায় সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হওয়া মতবিনিময় সভায় ছাত্র নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন মিরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহফুজা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।
ছাত্র প্রতিনিধিরা স্পষ্ট করে ঘোষণা দেন মীরসরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো “উপজেলা সমন্বয়কারী” নাই। ভবিষ্যতেও এধরনের কোনো কমিটি করা হবে না। এখানে একটি ভলন্টিয়ার কমিটি করা হবে, তবে সেটা যাচাই-বাছাই করার পর।
তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য পুলিশ বাহিনীকে সর্বোচ্চ সহায়তা করার জন্য ছাত্রজনতার প্রতি আহবান জানান।
তাঁরা ০৫ আগস্টের পর থেকে মীরসরাইয়ের বিভিন্ন স্থানে জায়গা জমি দখল সংক্রান্ত বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।
তাঁরা প্রতিহিংসার বশবর্তী হয়ে যে কোনো ধরনের হামলা, আঘাত না করার জন্য সকলকে আহবান জানিয়ে সহযোগিতা কামনা করেন।
মাদক কারবারিদের কোনো প্রকার ছাড় না দেয়ার দৃঢ় সংকল্প করেন।
শিক্ষা প্রতিষ্ঠানের খুব কাছাকাছি কোথাও ধুমপান সামগ্রী (বিড়ি, সিগারেট) বিক্রির কোনো ব্যবসা প্রতিষ্ঠান না রাখার অনুরোধ করেন তাঁরা।
শিক্ষা প্রতিষ্ঠানে সকল ধরনের রাজনীতি, শিক্ষক রাজনীতি বন্ধ করার আহবান জানান ছাত্র নেতৃত্ব।
বাজার মনিটরিংয়ের বিষয়ে তাঁরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব কোনো দ্রব্য মূল্য তালিকা প্রকাশ করেননি। সেনাবাহিনীও এধরনের কোনো তালিকা তৈরি করেননি। এবিষয়ে সকলকে সচেতন থাকতে অনুরোধ করেন। তবে ছাত্ররা চাইলে পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের তুলনামূলক দরদাম মনিটরিং করতে পারবেন। যাতে খুচরা ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করতে না পারেন।
তাঁরা আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উপস্থিত অনেকেই আলোচনায় অংশ নেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মীরসরাইয়ে বৈসম্যবিরোধী ছাত্র প্রতিনিধির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

Update Time : ০৬:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

মীরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব (চট্টগ্রাম জেলার) মীরসরাইয়ে বিভিন্ন সেক্টরের সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান /প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। বিকেল প্রায় সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হওয়া মতবিনিময় সভায় ছাত্র নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন মিরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহফুজা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।
ছাত্র প্রতিনিধিরা স্পষ্ট করে ঘোষণা দেন মীরসরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো “উপজেলা সমন্বয়কারী” নাই। ভবিষ্যতেও এধরনের কোনো কমিটি করা হবে না। এখানে একটি ভলন্টিয়ার কমিটি করা হবে, তবে সেটা যাচাই-বাছাই করার পর।
তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য পুলিশ বাহিনীকে সর্বোচ্চ সহায়তা করার জন্য ছাত্রজনতার প্রতি আহবান জানান।
তাঁরা ০৫ আগস্টের পর থেকে মীরসরাইয়ের বিভিন্ন স্থানে জায়গা জমি দখল সংক্রান্ত বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।
তাঁরা প্রতিহিংসার বশবর্তী হয়ে যে কোনো ধরনের হামলা, আঘাত না করার জন্য সকলকে আহবান জানিয়ে সহযোগিতা কামনা করেন।
মাদক কারবারিদের কোনো প্রকার ছাড় না দেয়ার দৃঢ় সংকল্প করেন।
শিক্ষা প্রতিষ্ঠানের খুব কাছাকাছি কোথাও ধুমপান সামগ্রী (বিড়ি, সিগারেট) বিক্রির কোনো ব্যবসা প্রতিষ্ঠান না রাখার অনুরোধ করেন তাঁরা।
শিক্ষা প্রতিষ্ঠানে সকল ধরনের রাজনীতি, শিক্ষক রাজনীতি বন্ধ করার আহবান জানান ছাত্র নেতৃত্ব।
বাজার মনিটরিংয়ের বিষয়ে তাঁরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব কোনো দ্রব্য মূল্য তালিকা প্রকাশ করেননি। সেনাবাহিনীও এধরনের কোনো তালিকা তৈরি করেননি। এবিষয়ে সকলকে সচেতন থাকতে অনুরোধ করেন। তবে ছাত্ররা চাইলে পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের তুলনামূলক দরদাম মনিটরিং করতে পারবেন। যাতে খুচরা ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করতে না পারেন।
তাঁরা আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উপস্থিত অনেকেই আলোচনায় অংশ নেন।