মীরসরাইয়ে পানিবন্দী মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ
- Update Time : ০৬:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / 31
মীরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি :
মীরসরাইয়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকলে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের গোভনিয়া ও ফেনাফুনি গ্রামে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় মীরসরাই উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপি সদস্য গিয়াস উদ্দিন, উত্তরজেলা যুবদলের সদস্য হারুন অর রশিদ, সাইফুল ইসলাম, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গির আলম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে অনেক এলাকার মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ জীবন যাপন করছেন। ঘরে ঘরে পানি বন্দি মানুষ খাবারের অভাবে হাহাকার করছে, বিশুদ্ধ পানির তীব্র সংকট। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা কিছু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি । পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে।