“মিরপুরে প্রায় অর্ধশত পরিবারের দায়িত্ব নিলেন ছাত্র নেতা আলবার রশীদ”

  • Update Time : ০৩:০৩:২০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
  • / 234

 

নিজস্ব প্রতিনিধি:

মহামারি করোনাভাইরাস গোটা পৃথিবীকে প্রায় অচল করে দিয়েছে। বিশ্বের অর্ধেকের বেশি মানুষ এখন গৃহবন্দি। আতঙ্কিত মানুষ প্রাণ হারানোর ভয়ে সবসময় তটস্থ। সর্বশেষ হিসাব বলছে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

মরণঘাতী এই করোনা থেকে বাংলাদেশও মুক্ত নয়। সারাদেশ আজ অঘোষিত ভাবে চলছে লগডাউন। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। দিন মজুর মানুষগুলো ঠিকমত এখন খেতে পারছে না।

এমতাবস্থায় মানবিক ছাত্রলীগ নেতা আলবার রশীদ মোল্লাহ্ রাজধানীর মিরপুর ১২ এর আলুব্দি এবং ইস্টার্ন হাউজিং এর প্রায় অর্ধশত পরিবারের দায়িত্ব নিয়েছেন।

এই মানবদরদী ছাত্রনেতা আলবার রশীদ বিডি সমাচার কে বলেন, দিনমজুর, রিকশাচালক অসহায়দ এরকম ৫০টি পরিবারের খাদ্যসামগ্রীর দায়িত্ব নিয়েছি। সাধ্যঅনুযায়ী দেশে যতদিন করোনা সমস্যা থাকবে ততদিন এই অসহায়দের পাশে আমি থাকবো।

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাই সচেতন হয়ে চলুন। ঘর থেকে কেউ বের হবেন না। আপনারা ঘরে থাকুন আমরা খাবার এর ব্যবস্থা করে দিচ্ছি।

আলবার রশীদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন সেভাবে আপনারা চলুন। সরকারের স্বাস্থবিধী মেনে চলুন। বার বার হাত ধৌত করেন, ঘর থেকে অপ্রয়োজনে বের হবেন না।

Tag :

Please Share This Post in Your Social Media

“মিরপুরে প্রায় অর্ধশত পরিবারের দায়িত্ব নিলেন ছাত্র নেতা আলবার রশীদ”

Update Time : ০৩:০৩:২০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০

 

নিজস্ব প্রতিনিধি:

মহামারি করোনাভাইরাস গোটা পৃথিবীকে প্রায় অচল করে দিয়েছে। বিশ্বের অর্ধেকের বেশি মানুষ এখন গৃহবন্দি। আতঙ্কিত মানুষ প্রাণ হারানোর ভয়ে সবসময় তটস্থ। সর্বশেষ হিসাব বলছে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

মরণঘাতী এই করোনা থেকে বাংলাদেশও মুক্ত নয়। সারাদেশ আজ অঘোষিত ভাবে চলছে লগডাউন। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। দিন মজুর মানুষগুলো ঠিকমত এখন খেতে পারছে না।

এমতাবস্থায় মানবিক ছাত্রলীগ নেতা আলবার রশীদ মোল্লাহ্ রাজধানীর মিরপুর ১২ এর আলুব্দি এবং ইস্টার্ন হাউজিং এর প্রায় অর্ধশত পরিবারের দায়িত্ব নিয়েছেন।

এই মানবদরদী ছাত্রনেতা আলবার রশীদ বিডি সমাচার কে বলেন, দিনমজুর, রিকশাচালক অসহায়দ এরকম ৫০টি পরিবারের খাদ্যসামগ্রীর দায়িত্ব নিয়েছি। সাধ্যঅনুযায়ী দেশে যতদিন করোনা সমস্যা থাকবে ততদিন এই অসহায়দের পাশে আমি থাকবো।

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাই সচেতন হয়ে চলুন। ঘর থেকে কেউ বের হবেন না। আপনারা ঘরে থাকুন আমরা খাবার এর ব্যবস্থা করে দিচ্ছি।

আলবার রশীদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন সেভাবে আপনারা চলুন। সরকারের স্বাস্থবিধী মেনে চলুন। বার বার হাত ধৌত করেন, ঘর থেকে অপ্রয়োজনে বের হবেন না।