মাথায় পিস্তল ঠেকিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:৪৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • / ২৩২ Time View

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় মো. জহুরুল ইসলাম নামে এক বিকাশ ও নগদ-এর প্রতিনিধির মাথায় পিস্তল ঠেকিয়ে দেড় লাখ টাকা ছিনতাই হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা কবরস্থান সংলগ্ন রাস্তায় দুটি মোটরসাইকেলে চারজন হেলমেট পরা ছিনতাইকারী এই ঘটনা ঘটায় বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল জানান, বুধবার বিকাশ ও নগদ-এর প্রতিনিধি জহুরুল ইসলাম নাটোর শহর থেকে হাতিয়ান্দহ ইউনিয়নের বিভিন্ন স্থানীয় বাজারে টাকা আদায় করতে আসে। আদায়ের এক পর্যায়ে সে নলবাতা কবরস্থান এলাকায় পৌঁছালে হেলমেট পরিহিত চারজন মোটরসাইকেল আরোহী পিস্তল ঠেকিয়ে দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে শালিকা বাজারের দিকে পালিয়ে যায়। পরে তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, লোক মুখে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শোনা যাচ্ছে, ১ লাখ ৩৩ হাজার টাকা খোয়া গেছে। তবে অভিযোগ পেলে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

মাথায় পিস্তল ঠেকিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

Update Time : ০৬:৪৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় মো. জহুরুল ইসলাম নামে এক বিকাশ ও নগদ-এর প্রতিনিধির মাথায় পিস্তল ঠেকিয়ে দেড় লাখ টাকা ছিনতাই হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা কবরস্থান সংলগ্ন রাস্তায় দুটি মোটরসাইকেলে চারজন হেলমেট পরা ছিনতাইকারী এই ঘটনা ঘটায় বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল জানান, বুধবার বিকাশ ও নগদ-এর প্রতিনিধি জহুরুল ইসলাম নাটোর শহর থেকে হাতিয়ান্দহ ইউনিয়নের বিভিন্ন স্থানীয় বাজারে টাকা আদায় করতে আসে। আদায়ের এক পর্যায়ে সে নলবাতা কবরস্থান এলাকায় পৌঁছালে হেলমেট পরিহিত চারজন মোটরসাইকেল আরোহী পিস্তল ঠেকিয়ে দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে শালিকা বাজারের দিকে পালিয়ে যায়। পরে তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, লোক মুখে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শোনা যাচ্ছে, ১ লাখ ৩৩ হাজার টাকা খোয়া গেছে। তবে অভিযোগ পেলে বিস্তারিত জানা যাবে।