মতলব উত্তরে ডাকাত সন্দেহে আটক-৯

  • Update Time : ০৮:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • / 23

মতলব প্রতিনিধি

২১ আগষ্ট( বুধবার) রাত ৩ টায় মতলব উত্তর উপজেলা নিশ্চিন্তপুর বাজারে ডাকাত সন্দেহে যাত্রী বাহী একটি হাইস গাড়ি জনতা আটক করে। গাড়িতে থাকা ৯জন ব্যাক্তি বিভিন্ন উপজেলার হয় বিদায় তাদেরকে জনতা সন্দেহ করেন। এসময় টহলরত পুলিশ, সেনাবাহিনী এঘটনা দেখে হাইস গাড়ি সহ ৯ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়। আটককৃতদের কোর্টে চালান দেওয়া হয়। আটক কৃতরা হলো চাঁদপুর সদর থানার আশি কাঠি গ্রামের মোঃ এয়াকুব আলীর ছেলে সাখাওয়াত হোসেন (২২), মতলব দক্ষিণ উপজেলার উত্তর উপাদী গ্রামের মাজহার খানের ছেলে ফাহিম(২০),চাঁদপুর সদরের দনপরদী গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে মেহেদী হাসান ইমন,নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার লাহাপাড়া গ্রামের আমিনউদ্দিনের ছেলে আশিক (২৪), মতলব উত্তর উপজেলার শিকারী কান্দি গ্রামের কামালের ছেলে জামাল প্রধান। মতলব উত্তর উপজেলার মোস্তাকপুর গ্রামের বাবুল মুন্সীর ছেলে সাইফুদ্দিন, দাউদ কান্দি উপজেলার, বিডিশ্শর গ্রামের সুবল চন্দ্র দাসের ছেলে বিদ্যুৎ চন্দ্র দাস, দাউদ কান্দি উপজেলার মাইথার দিয়া গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে সোহাগ, চাঁদপুর সদর উপজেলার দাসদী গ্রামের বাবুল মিয়ার ছেলে, আলামিন।।

Tag :

Please Share This Post in Your Social Media

মতলব উত্তরে ডাকাত সন্দেহে আটক-৯

Update Time : ০৮:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

মতলব প্রতিনিধি

২১ আগষ্ট( বুধবার) রাত ৩ টায় মতলব উত্তর উপজেলা নিশ্চিন্তপুর বাজারে ডাকাত সন্দেহে যাত্রী বাহী একটি হাইস গাড়ি জনতা আটক করে। গাড়িতে থাকা ৯জন ব্যাক্তি বিভিন্ন উপজেলার হয় বিদায় তাদেরকে জনতা সন্দেহ করেন। এসময় টহলরত পুলিশ, সেনাবাহিনী এঘটনা দেখে হাইস গাড়ি সহ ৯ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়। আটককৃতদের কোর্টে চালান দেওয়া হয়। আটক কৃতরা হলো চাঁদপুর সদর থানার আশি কাঠি গ্রামের মোঃ এয়াকুব আলীর ছেলে সাখাওয়াত হোসেন (২২), মতলব দক্ষিণ উপজেলার উত্তর উপাদী গ্রামের মাজহার খানের ছেলে ফাহিম(২০),চাঁদপুর সদরের দনপরদী গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে মেহেদী হাসান ইমন,নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার লাহাপাড়া গ্রামের আমিনউদ্দিনের ছেলে আশিক (২৪), মতলব উত্তর উপজেলার শিকারী কান্দি গ্রামের কামালের ছেলে জামাল প্রধান। মতলব উত্তর উপজেলার মোস্তাকপুর গ্রামের বাবুল মুন্সীর ছেলে সাইফুদ্দিন, দাউদ কান্দি উপজেলার, বিডিশ্শর গ্রামের সুবল চন্দ্র দাসের ছেলে বিদ্যুৎ চন্দ্র দাস, দাউদ কান্দি উপজেলার মাইথার দিয়া গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে সোহাগ, চাঁদপুর সদর উপজেলার দাসদী গ্রামের বাবুল মিয়ার ছেলে, আলামিন।।