মতলবে হিন্দু ধর্মালম্বীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- Update Time : ১১:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
- / 17
মতলব প্রতিনিধি:
মতলব দক্ষিণে ভয়েজ ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন এর সৌজন্যে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সাহায্য প্রদান করা হয়।
আজ ২৮ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৪টায় উপজেলা পরিষদের সামনে হিন্দু সম্প্রদায়ের সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন সংগঠনের চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন।
ভয়েজ ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট মতলব দক্ষিণ উপজেলার সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সফিকুল ইসলাম সাগর। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গোলাম সারওয়ার সেলিম।
এ সময় জার্নালিষ্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, ভয়েজ ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্টের সাংগঠনিক সম্পাদক রোটা. রেদওয়ান আহমেদ জাকির, সদস্য দেলোয়ার হোসেন, পলাশসহ সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য, নির্বাহী কমিটির সদস্যসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দূর্গাপূজা উপলক্ষে এ সংগঠন প্রতি বছরই হিন্দু সম্প্রদায়ের সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সাহায্য প্রদান করছে। এ বছর প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের প্রতি নগদ অর্থ প্রদান করা হয়েছে।