মতলবে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু
- Update Time : ০৫:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- / 22
আল-আমিন ভূঁইয়া:
চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে গোসল করতে নেমে নি খোঁ জ হওয়া ইয়ামিন (১১) নামে এক শিশুর ম র দে হ উ দ্ধা র করা হয়েছে।
রোববার (২৩ জুন) দুপুরে ছেংগারচর পৌরসভাস্থ ২ নং ওয়ার্ডের শিকিরচর গ্রামে মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। নি হ ত শিশু উত্তর শিকিরচর গ্রামের সুরুজ প্রধানের ছেলে।
জানা যায়, ঈদের ছুটিতে বাবা মায়ের সাথে গ্রামে এসেছিলো শিশু ইয়ামিন। রোববার বেলা ১২ টার দিকে মেঘনা নদীতে গোসল করতে নেমে নি খোঁ জ হয় ওই শিশু। দীর্ঘক্ষণ পরেও পানি থেকে না উঠলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। পরে চারিদিকে ত ল্লা শি চালিয়ে প্রায় দেড় ঘন্টা পর শিশু ইয়ামিনের ম র দে হ উদ্ধার করতে সক্ষম হয় স্থানীয়রা। এই ঘটনায় শো কের মাতম চলছে এলাকাজুড়ে।
Tag :