Friday, September 24, 2021
Homeজেলামতলবে ইভটিজিংয়ের দায়ে যুবকের ১ মাসের জেল

মতলবে ইভটিজিংয়ের দায়ে যুবকের ১ মাসের জেল

আল-আমিন ভূঁইয়া:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ড প্রাপ্ত আসামী হলেন- ইসলামাবাদ গ্রামের রফিক প্রধানের ছেলে রহমত উল্লাহ (২৫)। অপর সহযোগী উত্তর টরকী গ্রামের খোকন সরকারের ছেলে ইমন (২৪) কে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান,মেয়েটির গায়ে বখাটে ছেলে হাতও উঠাইছে।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত রহমত উল্লাহ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন সময় অশ্লীল গালিগালাজ ও কুুপ্রস্তাব দিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে। পরে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ইভটিজিং বিষয়টি প্রমাণিত হওয়ায় রহমত উল্লাহ (২৫) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ও সহযোগী ইমন (২৪) কে ভবিষ্যতে খারাপ ছেলেদের সাথে মিশবেনা মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান বলেন,এটা একটা ন্যাককারজনক ঘটনা। খবর পেয়ে বিদ্যালয়ে উপস্থিত হই। প্রশাসন এসে ঘটনার সত্যতা প্রমান পেয়ে ইভটেজারকে শাস্তি প্রদান করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা জানান, ছাত্রীকে উত্যক্ত করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ জাতীয় অভিযোগ প্রমানিত হলে কাউকেই ছাড় দেয়া হবে না। ইভটিজিং, মাদক,বাল্যবিবাহ,দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular