স্পোর্টস ডেস্কঃ
সর্বশেষ ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে দলটির সমর্থকদের কাছে ন্যাক্কারজনক আচরণের শিকার হয়েছেন ভিনিসিউস জুনিয়র।
ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি এমন আক্রমণাত্মক আচরণের কারণে তার নিরাপত্তা এবং ফুটবল ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ব্রাজিল প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। তিনি ভিনিসিয়ুসকে রক্ষা করার জন্য ফিফার প্রতি আহ্বান জানিয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়, ব্রাজিলে এক সংবাদ সম্মেলনে স্বদেশি ফুটবলারের উদ্দেশে লুলা দা সিলভা বলেছেন, ‘আমাদের খেলোয়াড়ের সঙ্গে সংহতি জানাচ্ছি। দরিদ্র পরিবারের সন্তান হয়েও সে জীবনে সফল হয়েছে। ওর বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই সে রিয়াল মাদ্রিদের সেরা। অথচ সে যে স্টেডিয়ামেই খেলতে যাচ্ছে, আক্রমণ করা হচ্ছে।’
ভিনিসিয়ুসকে রক্ষা করতে ও বর্ণবাদী আক্রমণ বন্ধ করতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ‘আমার মনে হয়, ফিফা, স্প্যানিশ লিগ ও অন্য দেশগুলোর লিগ কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া উচিত। ফুটবল স্টেডিয়ামে ফ্যাসিবাদ ও বর্ণবাদকে আমরা আধিপত্য বিস্তার করতে দিতে পারি না।’
লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাসের আক্রমণের শিকার হলেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর পূর্ণ সমর্থন পাচ্ছেন ভিনিসিয়ুস। রোববার রাতে ভ্যালেন্সিয়ার মেস্তালা স্টেডিয়ামে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পর ভিনিসিয়ুস ম্যাচ শেষে টুইটারে নিজের প্রতিক্রিয়ায় ‘লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক বিষয়’ এবং স্পেনকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন।
এক বিবৃতিতে ফিফা সভাপতি বলেন, ‘ভিনিসিয়ুসের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছি। ফুটবল বা সমাজে বর্ণবাদের স্থান নেই। যেসব খেলোয়াড় এ ধরনের পরিস্থিতিতে পড়বেন, ফিফা তাদের পাশে থাকবে। ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচের ঘটনাগুলো দেখাচ্ছে যে বিষয়টি এভাবেই হওয়া দরকার। যে কারণে ফিফা প্রতিযোগিতায় তিন-ধাপ প্রক্রিয়া চালু আছে, যা সব ধরনের ফুটবলে প্রচলনের পরামর্শও দেওয়া হয়েছে।’