ভারতে ইলিশ রপ্তানি: দেশে আরও দাম বৃদ্ধির শঙ্কা
- Update Time : ১১:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / 137
নিজস্ব প্রতিবেদক
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে অন্যান্য বছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রায় ৯০টির মতো প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করেছে। ২০ সেপ্টেম্বরের আগেই ইলিশ রপ্তানির অনুমোদন দেবে বাণিজ্য মন্ত্রণালয়।
ক্রেতাদের শঙ্কা এই রপ্তানি হলে বেশি দামে বিক্রি ইলিশ লাগামের বাইরে চলে যাবে। যদিও বাণিজ্যমন্ত্রী বলছেন ৫ হাজার টন মাছ রপ্তানি হলে বাজারে দামের ক্ষেত্রে প্রভাব পড়বে না।
রূপালী ইলিশ স্বাদ আর গন্ধে অতুলনীয়। দুই বাংলায় জনপ্রিয় মাছ এটি। যদিও ভরা মৌসুমেও ইলিশের বাজারে আগুন।
ক্রেতারা বলছেন, উৎপাদন খরচ না বাড়লেও দাম বাড়তি ইলিশের। আর বিক্রেতারা বলছেন, এবার উৎপাদন কম। বেশি দামে কিনছেন তাই বিক্রির দামটাও বাড়তি।
বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানি করবে এই খবরে ক্রেতাদের শঙ্কা রপ্তানি শুরু হলে দাম আরও বাড়বে।