ভক্তদের জন্য ‘ঈদ উপহার’ নিয়ে আসছেন জেমস

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • / ১৬৪ Time View

বিনোদন ডেস্কঃ

গত এক যুগ ধরে নতুন কেনো গান নিয়ে হাজির হননি নগরবাউল জেমস। তিনি সম্ভবত আর নতুন গানে ফিরছেন না – এমনটাই ধারণা ভক্ত-অনুরাগীর।

এবার অনুরাগীদের সেই ধারণাকে ভুল প্রমাণ করতে চলেছেন জেমস। নতুন গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জেমসের ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এতে লেখা হয়েছে, ‘একযুগ পরে গুরু জেমস ফিরছেন নতুন গান নিয়ে চাঁদরাতে।’

জানা গেছে, ইতোমধ্যে গানটির রেকর্ডিং ও ভিডিও নির্মাণ হয়েছে।

জেমস মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর গণমাধ্যমকে বলেন, ‘টানা ১২ বছর পর একক গান নিয়ে হাজির হচ্ছেন জেমস ভাই। এটা আমাদের সবার জন্যই আনন্দের। গানটি প্রকাশ হবে চাঁদরাতে।’

ভক্তদের জন্য ঈদ উপহার নিয়ে আসছেন জেমস – এটা বলাই যায়।

দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। তার মধ্যে উল্লেখযোগ্য- ‘তারায় তারায়’, ‘লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দুষ্টু ছেলের দল’, ‘দিদিমনি’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘তোর সব কিছুতে নয় ছয়’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘এক নদী যমুনা’, ‘মা’, ‘বাংলাদেশ’ ইত্যাদি।

Tag :

Please Share This Post in Your Social Media

ভক্তদের জন্য ‘ঈদ উপহার’ নিয়ে আসছেন জেমস

Update Time : ০৯:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

বিনোদন ডেস্কঃ

গত এক যুগ ধরে নতুন কেনো গান নিয়ে হাজির হননি নগরবাউল জেমস। তিনি সম্ভবত আর নতুন গানে ফিরছেন না – এমনটাই ধারণা ভক্ত-অনুরাগীর।

এবার অনুরাগীদের সেই ধারণাকে ভুল প্রমাণ করতে চলেছেন জেমস। নতুন গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জেমসের ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এতে লেখা হয়েছে, ‘একযুগ পরে গুরু জেমস ফিরছেন নতুন গান নিয়ে চাঁদরাতে।’

জানা গেছে, ইতোমধ্যে গানটির রেকর্ডিং ও ভিডিও নির্মাণ হয়েছে।

জেমস মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর গণমাধ্যমকে বলেন, ‘টানা ১২ বছর পর একক গান নিয়ে হাজির হচ্ছেন জেমস ভাই। এটা আমাদের সবার জন্যই আনন্দের। গানটি প্রকাশ হবে চাঁদরাতে।’

ভক্তদের জন্য ঈদ উপহার নিয়ে আসছেন জেমস – এটা বলাই যায়।

দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। তার মধ্যে উল্লেখযোগ্য- ‘তারায় তারায়’, ‘লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দুষ্টু ছেলের দল’, ‘দিদিমনি’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘তোর সব কিছুতে নয় ছয়’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘এক নদী যমুনা’, ‘মা’, ‘বাংলাদেশ’ ইত্যাদি।