বৃষ্টিতে সচিবালয়ে পানি থই থই করছে

  • Update Time : ১২:১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / 26

সন্ধ্যার পরে তুমুল বৃষ্টিতে সচিবালয় ডুবে গেছে। কোথাও কোথাও এক হাঁটুর চেয়েও বেশি পানি জমেছে। পুরো সচিবালয় পানিতে থই থই করছে।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যার পর রাজধানীতে দেড় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়। মূলত সন্ধ্যা ৭টার পর শুরু হয় বৃষ্টি। টানা সে বৃষ্টি চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

রাত সাড়ে ৮টার দিকে ঘুরে দেখা গেছে, পুরো সচিবালয়ে পানি জমেছে। ক্লিনিক ভবনের সামনে ও পেছনে হাঁটুসমান পানি। চার নম্বর ভবনের পেছনটা পুরো পানিতে তলিয়ে আছে। ৩ ও ৫ নম্বর ভবনের মাঝখানের রাস্তাটি জলাবদ্ধ অবস্থায় রয়েছে। ৭ নম্বর ভবনেরও চারপাশ পানিতে তলিয়ে গেছে।

৪ নম্বর ভবনের লিফটের মধ্যে পানি ঢুকে যেতে দেখা গেছে। সচিবালয় চত্বরে পানির জমায় এখানে থাকা কুকুরগুলো বিপাকে পড়েছে। ক্লিনিক ভবনসহ বিভিন্ন ভবনের নিচতলায় কুকুরগুলোকে আশ্রয় নিতে দেখা গেছে।

সচিবালয়ে দেরিতে কাজ শেষ করা অনেকে বিপাকে পড়ে যান। কাউকে কাউকে বাধ্য হয়ে হাঁটুসমান পানি পেরিয়ে সচিবালয় ত্যাগ করতে দেখা গেছে।

পুরো সচিবালয় পানিতে থই থই করছে।পুরো সচিবালয় পানিতে থই থই করছে।

Please Share This Post in Your Social Media

বৃষ্টিতে সচিবালয়ে পানি থই থই করছে

Update Time : ১২:১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

সন্ধ্যার পরে তুমুল বৃষ্টিতে সচিবালয় ডুবে গেছে। কোথাও কোথাও এক হাঁটুর চেয়েও বেশি পানি জমেছে। পুরো সচিবালয় পানিতে থই থই করছে।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যার পর রাজধানীতে দেড় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়। মূলত সন্ধ্যা ৭টার পর শুরু হয় বৃষ্টি। টানা সে বৃষ্টি চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

রাত সাড়ে ৮টার দিকে ঘুরে দেখা গেছে, পুরো সচিবালয়ে পানি জমেছে। ক্লিনিক ভবনের সামনে ও পেছনে হাঁটুসমান পানি। চার নম্বর ভবনের পেছনটা পুরো পানিতে তলিয়ে আছে। ৩ ও ৫ নম্বর ভবনের মাঝখানের রাস্তাটি জলাবদ্ধ অবস্থায় রয়েছে। ৭ নম্বর ভবনেরও চারপাশ পানিতে তলিয়ে গেছে।

৪ নম্বর ভবনের লিফটের মধ্যে পানি ঢুকে যেতে দেখা গেছে। সচিবালয় চত্বরে পানির জমায় এখানে থাকা কুকুরগুলো বিপাকে পড়েছে। ক্লিনিক ভবনসহ বিভিন্ন ভবনের নিচতলায় কুকুরগুলোকে আশ্রয় নিতে দেখা গেছে।

সচিবালয়ে দেরিতে কাজ শেষ করা অনেকে বিপাকে পড়ে যান। কাউকে কাউকে বাধ্য হয়ে হাঁটুসমান পানি পেরিয়ে সচিবালয় ত্যাগ করতে দেখা গেছে।

পুরো সচিবালয় পানিতে থই থই করছে।পুরো সচিবালয় পানিতে থই থই করছে।