বিষাক্ত কেমিক্যাল এবং ২৫০গ্রাম গাঁজা সহ গ্রেফতার-১

  • Update Time : ০৩:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • / 10

মো. সাহিদুল ইসলাম শাহীনঃ

যশোর বেনাপোল সীমান্ত এলাকা হতে মালিক বিহীন বিভিন্ন প্রকার কেমিক্যাল ৫১ বোতল, ক্রিস্টাল মেথ আইস ০.৫৭০ কেজি, LSD (Lysergic Acid Diethylamide) ০৩ (তিন) বোতল এবং ২৫০ গ্রাম ভারতীয় গাঁজা সহ ০১জনকে গ্রেফতার করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি),র সদস্যরা।

যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি)’র  অধিনায়ক, বিএ-৬৮৫৪ লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি এক “প্রেস ব্রিফিং” এ জানিয়েছেন- “২০ আগস্ট ২০২৪ তারিখ বেনাপোল বিওপি’র একটি চৌকশ টহল দল কর্তৃক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দুর্গাপুর রোড এর উপর মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ৩৫,৮১,৮৬২/- (পয়ত্রিশ লক্ষ একাশি হাজার আটশত বাষট্টি টাকা) মূল্যের ৫১ বোতল বিভিন্ন প্রকার কেমিক্যাল উদ্ধার করা হয়”।

অপরদিকে, “অদ্য ২১ আগস্ট ২০২৪ তারিখে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর নামক স্থানে যশোর বেনাপোল হাইওয়ের রোডের বাম পাশে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ২,৮৬,০০,০০০/- টাকা মূল্যের ০.৫৭০ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩,১২,০০,০০০/- টাকা মূল্যের ০৩ বোতল LSD (Lysergic Acid Diethylamide) (প্রতি বোতল ১০০ এমএল) উদ্ধার করা হয়।

এছাড়াও, অদ্য ২১ আগস্ট ২০২৪ তারিখে বেনাপোল বিওপি’র অধিনস্থ আমড়াখালী চেকপোষ্টের একটি চৌকশ টহল দল কর্তৃক ২৫০ গ্রাম ভারতীয় গাঁজা সহ ০১জন আসামীকে গ্রেফতার করা হয়।

অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী “প্রেস রিলিজ” এ আরও বলেন-” দীর্ঘদিন যাবত মাদক, ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ গোয়েন্দা তৎপরতা অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে, বেনাপোল বিওপির টহলদল কর্তৃক উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ৫১ বোতল বিভিন্ন প্রকার কেমিক্যাল, ০.৫৭০ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ০৩ বোতল LSD (Lysergic Acid Diethylamide) আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ৬,৩২,৮১,৮৬২/- (ছয় কোটি বত্রিশ লক্ষ একাশি হজার আটশত বাষট্টি টাকা) মাত্র”।

আটককৃত বিভিন্ন প্রকার কেমিক্যাল বেনাপোল কাষ্টমস্ হাউজে জমা ও ক্রিস্টাল মেথ আইস ও LSD (Lysergic Acid Diethylamide) ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে “প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বিষাক্ত কেমিক্যাল এবং ২৫০গ্রাম গাঁজা সহ গ্রেফতার-১

Update Time : ০৩:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

মো. সাহিদুল ইসলাম শাহীনঃ

যশোর বেনাপোল সীমান্ত এলাকা হতে মালিক বিহীন বিভিন্ন প্রকার কেমিক্যাল ৫১ বোতল, ক্রিস্টাল মেথ আইস ০.৫৭০ কেজি, LSD (Lysergic Acid Diethylamide) ০৩ (তিন) বোতল এবং ২৫০ গ্রাম ভারতীয় গাঁজা সহ ০১জনকে গ্রেফতার করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি),র সদস্যরা।

যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি)’র  অধিনায়ক, বিএ-৬৮৫৪ লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি এক “প্রেস ব্রিফিং” এ জানিয়েছেন- “২০ আগস্ট ২০২৪ তারিখ বেনাপোল বিওপি’র একটি চৌকশ টহল দল কর্তৃক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দুর্গাপুর রোড এর উপর মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ৩৫,৮১,৮৬২/- (পয়ত্রিশ লক্ষ একাশি হাজার আটশত বাষট্টি টাকা) মূল্যের ৫১ বোতল বিভিন্ন প্রকার কেমিক্যাল উদ্ধার করা হয়”।

অপরদিকে, “অদ্য ২১ আগস্ট ২০২৪ তারিখে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর নামক স্থানে যশোর বেনাপোল হাইওয়ের রোডের বাম পাশে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ২,৮৬,০০,০০০/- টাকা মূল্যের ০.৫৭০ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩,১২,০০,০০০/- টাকা মূল্যের ০৩ বোতল LSD (Lysergic Acid Diethylamide) (প্রতি বোতল ১০০ এমএল) উদ্ধার করা হয়।

এছাড়াও, অদ্য ২১ আগস্ট ২০২৪ তারিখে বেনাপোল বিওপি’র অধিনস্থ আমড়াখালী চেকপোষ্টের একটি চৌকশ টহল দল কর্তৃক ২৫০ গ্রাম ভারতীয় গাঁজা সহ ০১জন আসামীকে গ্রেফতার করা হয়।

অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী “প্রেস রিলিজ” এ আরও বলেন-” দীর্ঘদিন যাবত মাদক, ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ গোয়েন্দা তৎপরতা অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে, বেনাপোল বিওপির টহলদল কর্তৃক উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ৫১ বোতল বিভিন্ন প্রকার কেমিক্যাল, ০.৫৭০ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ০৩ বোতল LSD (Lysergic Acid Diethylamide) আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ৬,৩২,৮১,৮৬২/- (ছয় কোটি বত্রিশ লক্ষ একাশি হজার আটশত বাষট্টি টাকা) মাত্র”।

আটককৃত বিভিন্ন প্রকার কেমিক্যাল বেনাপোল কাষ্টমস্ হাউজে জমা ও ক্রিস্টাল মেথ আইস ও LSD (Lysergic Acid Diethylamide) ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে “প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।