বিএসএমএমইউর উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক দীন মোহাম্মদ
- Update Time : ০৭:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / 107
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক।
তাকে চার বছরের জন্য এই নিয়োগ দিয়ে সোমবার (১১ মার্চ) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার এ নিয়োগ আদেশ আগামী ২৯ মার্চ থেকে কার্যকর হবে।
বিএসএমএমইউ’র বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. সারফুদ্দিন আহমেদের মেয়াদ আগামী ২৮ মার্চ শেষ হচ্ছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন নুরুল হক।
রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদন ক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন,১৯৯৮’ এর ১২ ধারা অনুসারে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
উপাচার্য পদে তিনি অবসরে যাওয়ার আগের পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। বিধি অনুযায়ী তিনি উপাচার্যের পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপাচার্য হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের ১৪ ধারা অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।