বিএফইউজে এর সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে সিজেএফডি’র শোক
- Update Time : ১০:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / 36
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম।
বুধবার (২৫ সেপ্টেম্বর) পাঠানো এক শোকবার্তায় বিএফইউজে’র সভাপতির মৃত্যুতে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের (সিজেএফডি) সভাপতি মিজান মালিক এবং সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
সিজেএফডি নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা বলেন,সাংবাদিকদের রুটিরুজি ও অধিকার আদায়ে আন্দোলনে সামনের সারির ত্যাগী নেতা, জেল-জুলুমের শিকার রুহুল আমিন গাজী। তার মৃত্যু বাংলাদেশের গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি।
মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন গাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।