বিএনপির কর্মসূচিতে হামলা, তাবিথ আউয়াল আহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • / ২১৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

শনিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপির মিডিয়া সেলের এক সদস্য গণমাধ্যমে বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা শনিবার রাত পৌনে ৮টার দিকে এই হামলা করে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠির আঘাতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গুরুতর আহত হয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

হামলায় দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি।

বনানীর কাকলী থেকে গুলশান-২ নম্বর গোলচক্কর পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কর্মসূচি হওয়ার কথা ছিল।

বিএনপি নেতারা অভিযোগ করেন, কর্মসূচির এক ঘণ্টার বেশি সময় আগে রাস্তায় জড়ো হন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমাদের কর্মসূচি শুরুর আগেই রাস্তার অপর পাশে ছাত্রলীগ, যুবলীগ মিছিল করছিল। কিন্তু যখন অনুষ্ঠানের প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য প্রায় শেষ পর্যায়ে, তখন তারা এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এই হামলায় বহু নেতাকর্মী আহত হয়েছে। নারী কর্মীরাও আহত হয়েছে। বিস্তারিত আরও পরে বলা যাবে। এভাবে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হতে পারে মাথায়ই আসে না।’

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, ‘বিএনপির প্রোগ্রাম ভালোভাবে শেষ হয়েছে। প্রোগ্রাম শেষে দৌড়াদৌড়ি দেখলাম। কারা দৌড়াতৌড়ি করেছে তা আমরা জানার চেষ্টা করছি।’

গত আগস্টে ভোলায় পুলিশের গুলিতে বিএনপির দুজন কর্মী নিহত হন। এরপর ২২ আগস্ট থেকে টানা কর্মসূচি শুরু করে দলটি। এর মধ্যে ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে একজন কর্মী নিহত হওয়ার পর ঢাকার ১৬টি জায়গায় ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

Please Share This Post in Your Social Media

বিএনপির কর্মসূচিতে হামলা, তাবিথ আউয়াল আহত

Update Time : ১০:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

শনিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপির মিডিয়া সেলের এক সদস্য গণমাধ্যমে বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা শনিবার রাত পৌনে ৮টার দিকে এই হামলা করে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠির আঘাতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গুরুতর আহত হয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

হামলায় দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি।

বনানীর কাকলী থেকে গুলশান-২ নম্বর গোলচক্কর পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কর্মসূচি হওয়ার কথা ছিল।

বিএনপি নেতারা অভিযোগ করেন, কর্মসূচির এক ঘণ্টার বেশি সময় আগে রাস্তায় জড়ো হন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমাদের কর্মসূচি শুরুর আগেই রাস্তার অপর পাশে ছাত্রলীগ, যুবলীগ মিছিল করছিল। কিন্তু যখন অনুষ্ঠানের প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য প্রায় শেষ পর্যায়ে, তখন তারা এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এই হামলায় বহু নেতাকর্মী আহত হয়েছে। নারী কর্মীরাও আহত হয়েছে। বিস্তারিত আরও পরে বলা যাবে। এভাবে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হতে পারে মাথায়ই আসে না।’

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, ‘বিএনপির প্রোগ্রাম ভালোভাবে শেষ হয়েছে। প্রোগ্রাম শেষে দৌড়াদৌড়ি দেখলাম। কারা দৌড়াতৌড়ি করেছে তা আমরা জানার চেষ্টা করছি।’

গত আগস্টে ভোলায় পুলিশের গুলিতে বিএনপির দুজন কর্মী নিহত হন। এরপর ২২ আগস্ট থেকে টানা কর্মসূচি শুরু করে দলটি। এর মধ্যে ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে একজন কর্মী নিহত হওয়ার পর ঢাকার ১৬টি জায়গায় ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।