বান্দরবানে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির ২ সন্ত্রাসী নিহত

  • Update Time : ০২:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • / 37

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুই সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। জেলার রুমা উপজেলার দূর্গম বাকলাই পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, অভিযানের সময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলের দিকে বাকলাই পাড়া এলাকায় আধাঘণ্টার মতো গোলাগুলি শব্দ শোনা যায়। রাতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ভোররাতের দিকে আবারও গোলাগুলি হয়। পরে সকালের দিকে দুজনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

বান্দরবানে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির ২ সন্ত্রাসী নিহত

Update Time : ০২:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুই সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। জেলার রুমা উপজেলার দূর্গম বাকলাই পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, অভিযানের সময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলের দিকে বাকলাই পাড়া এলাকায় আধাঘণ্টার মতো গোলাগুলি শব্দ শোনা যায়। রাতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ভোররাতের দিকে আবারও গোলাগুলি হয়। পরে সকালের দিকে দুজনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়।