বানভাসিদের পাশে মানবতার ফেরিওয়ালা চানপুর আদর্শ সেবা সংস্থার প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম
- Update Time : ০৮:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- / 13
কুমিল্লা প্রতিনিধি।।
জনসেবার লক্ষে চানপুর আদর্শ সেবা সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ আরিফুল ইসলামের উদ্যোগে বন্যায় আটকে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও মানুষের মালামালের পাশাপাশি উদ্ধারের কাজে চলমান বন্যায় কুমিল্লার বানবাসী মানুষের পাশে দাড়িয়েছেন। ইতিমধ্যে কুমিল্লা সদর দক্ষিণে ৫ শতাধিক পরিবারের মাঝে খাবার ও পানি দেন। বিপাড়া ও বুড়িচংসহ জেলার বানভাসি মানুষের মধ্যে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন এবং এখনও তা অব্যাহত রেখেছেন। দিন-রাত এ কুমিল্লার বানবাসীর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এ সংগঠনটির প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম।
আরিফুল ইসলাম বলেন, দূযোর্গ বলে আসেনা। হঠাৎ করে বন্যা হয়েছে। মানুষ প্রস্তুত ছিলনা এ বন্যার। অনেকে এক কাপড়ে ঘর ছেড়েছেন। সামর্থ অনুযায়ী মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। আমি বিগত দিনে করোনা মহামারীরসহ বিভিন্ন দূর্যোগে মানুষের পাশে ছিলাম। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন পর্যন্ত আমি পাশে থাকবো ইনশাআল্লাহ।