বাংলাদেশ আইন সমিতির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : ০৪:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • / 86

জাননাহ, ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আইন সমিতির (বিএলএ) উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাজী মোতাহার হোসেন (সায়েন্স অ্যানেক্স) ভবন চত্বরে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আইন সমিতির (বিএলএ) সভাপতি অ্যাডভোকেট মনজুর মোহাম্মদ শাহনেয়াজ টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পুলিশ সুপার (পিবিআই) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান এবং আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতিমণ্ডলী, সংসদ সদস্য, আমন্ত্রিত অতিথি, সচিব, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, জেলা ও দায়রা জজসহ বিচারিক কর্মকর্তা, সিনিয়র আইনজীবী ও সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ক গ্রুপে তিনজন, খ গ্রুপে তিনজন ও গ গ্রুপে তিনজনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে পুরস্কৃত করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে সনদসহ শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

বাংলাদেশ আইন সমিতির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৪:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

জাননাহ, ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আইন সমিতির (বিএলএ) উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাজী মোতাহার হোসেন (সায়েন্স অ্যানেক্স) ভবন চত্বরে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আইন সমিতির (বিএলএ) সভাপতি অ্যাডভোকেট মনজুর মোহাম্মদ শাহনেয়াজ টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পুলিশ সুপার (পিবিআই) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান এবং আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতিমণ্ডলী, সংসদ সদস্য, আমন্ত্রিত অতিথি, সচিব, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, জেলা ও দায়রা জজসহ বিচারিক কর্মকর্তা, সিনিয়র আইনজীবী ও সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ক গ্রুপে তিনজন, খ গ্রুপে তিনজন ও গ গ্রুপে তিনজনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে পুরস্কৃত করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে সনদসহ শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়।