বাংলাদেশে পালিয়ে আসলেন মিয়ানমারের আরও ৫ বিজিপি সদস্য
- Update Time : ০৬:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / 109
মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের তুমুল লড়াইয়ের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) আরো ৫ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
রোববার (৪ ফেব্রুয়ারি) বান্দরবানের তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। তাদের মধ্যে কয়েকজন রক্তাক্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে।
এর আগে, রোববার সকালে মিয়ানমার থেকে পালিয়ে (মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী) বিজিপির ১৪ সদস্য আশ্রয় নেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিজিবি ক্যাম্পে। সকাল থেকেই মিয়ানমার সীমান্ত থেকে মুহুর্মুহু গুলি ও মর্টার শেলের শব্দ শোনা যাচ্ছে, তুমব্রু সীমান্তে। ধারণা করা হচ্ছে, দুই সীমান্তের ৩৪নং পিলারের ওপারে মিয়ানমার অংশে জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।
Tag :