Friday, January 21, 2022
Homeপ্রবাসবাংলাদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো দক্ষিণ কোরিয়া

বাংলাদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো দক্ষিণ কোরিয়া

মহামারি করোনা পরিস্থিতিতে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করতে যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নিয়েছে দেশটি। দক্ষিণ কোরিয়া সরকারের এ সিদ্ধান্তের পর বাংলাদেশ থেকে দেশটিতে গমনেচ্ছুদের ভিসা আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দূতাবাস।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাংলাদেশে অবস্থিত দক্ষিণ কোরিয়ান দূতাবাস জানিয়েছে, যারা বাংলাদেশ থেকে কোরিয়া যেতে ইচ্ছুক আগামী রোববার (২৪ অক্টোবর) থেকে তাদের ভিসা আবেদন গ্রহণ করা হবে।

কোরিয়ান দূতাবাসের ওয়েবসাইটে জানানো হয়েছে, সম্প্রতি বাংলাদেশের করোনা পরিস্থিতির উন্নতি ঘটায় বাংলাদেশের জন্য দুয়ার খুলে দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। তবে কোরিয়া যাওয়ার আগে অবশ্যই পূর্ণ ডোজ টিকা নিতে হবে এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

কোরিয়ায় বাংলাদেশি কর্মীরা অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছেন। করোনাকালে দুই দফা নিষেধাজ্ঞা জারির ফলে কোরিয়া থেকে দেশে এসে আটকে আছেন কয়েক হাজার প্রবাসী। কয়েক দফা সংবাদ সম্মেলন করে তারা দুর্দশার কথা জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular