বন্যা দুর্গতদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে শার্শা-বেনাপোল স্বেচ্ছাসেবী সংগঠন খুলনায় রওয়ানা
- Update Time : ০৭:৫৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
- / 12
মো. সাহিদুল ইসলাম শাহীনঃ-
গত ২২ আগষ্ট খুলনা জেলার পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যার পানি ঢুকে পড়ায় বন্যা কবলিত মানুষ খাবার, জ্বালানি, বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। বন্যার পানি থেকে রক্ষায় কোনো কোনো এলাকায় ঘরবাড়ি ছেড়ে মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও ভেড়িবাঁধে অবস্থান করছে। গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছেন বানভাসি মানুষ। পানিতে চারদিক তলিয়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব। এসব এলাকায় স্থানীয়ভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে পানিবন্দি মানুষকে প্রতিনিয়ত সহযোগিতা করা হচ্ছে। ইতোমধ্যেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পানি বন্দি মানুষের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং বন্যা পরবর্তী সময় বন্যার্তদের পুনর্বাসিত করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিনীত আহবান জানানো হয়েছে।
খুলনা পাইকগাছা উপজেলার বন্যাদুর্গতদের সাহায্যার্থে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাড়ালো যশোর জেলার শার্শা এবং বেনাপোলের ১২টি স্বেচ্ছাসেবী সংগঠন। অরাজনৈতিক এ সকল সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে,গত ২৪ আগষ্ট হতে ২৮ আগষ্ট ইং পর্যন্ত বন্যার্তদের জন্য অর্থ কালেকশন করেছেন-২,১১,৪৬৯/-(দুই লাখ এগারো হাজার চারশত উনসত্তর টাকা)। এই অর্থ থেকে তারা প্রতি ২৫০ পরিবারের মাঝে জরুরী ঔষধ,জামাকাপড়,২০০০ লিটার বিশুদ্ধ পানি,মুড়ি,বিস্কুট,চিড়া,চাউল,ডাউল,তেল,লবন,হলুদ,আলু,রসুন,পিয়াজ,ঝাল সহ শিশুদের জন্য দুধ,সুজি,চিনি বিতরণের ব্যবস্থা করে।
২০ জন সদস্য খাদ্য সামগ্রী নিয়ে দুইদিন ব্যাপি বন্যাদুর্গতদের পাশে দাড়ানো শার্শা ও বেনাপোলের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো হচ্ছে-১। লাইফ ব্লাড ডোনেশন সোসাইটি অব বাংলাদেশ ২। আমরা বেনাপোলের বাসিন্দা ৩। টিম মানবতা বেনাপোল ৪। যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন ৫। বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মাদ শেখ মুক্ত স্কাউট বেনাপোল ৬। প্রচেষ্টা ব্লাড ব্যাংক ৭। এসকে,বিকে সন্মিলিত ব্লাড ব্যাংক ৮। কোটা সন্মিলিত ব্লাড ফাউন্ডেশন ৯। জামতলা ব্লাড ব্যাংক ১০। আল এহসান ফাউন্ডেশন ১১। আলোর প্রদীপ স্বেচ্ছাসেবী সংগঠন ১২। মানবতার মানুষ ফাউন্ডেশন।