বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে চৌহালীতে ২০ হাজার বৃক্ষরোপণ শুরু
- Update Time : ০১:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / 145
মোঃ ইমরুল হাসান শিকদার, চৌহালী (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী “মুজিববর্ষে” উপলক্ষ্যে সিরাজগঞ্জের যমুনার ভাঙন কবলিত চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নে ২০ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ শুরু হয়েছে।
.
বৃহস্পতিবার সকাল ১০ টায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাছের চারা রোপণ উদ্বোধনের পরই দেশব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে চৌহালী সরকারী কলেজ চত্ত্বরে একটি ফল গাছের চারা রোপণ করেন ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ।
.
এ সময় উপজেলা দায়িত্বপ্রাপ্ত বনকর্মকর্তা শহিদুল ইসলাম শাহ্আলম ও খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
.
এ বিষয়ে চৌহালী উপজেলা বনকর্মকর্তা শহিদুল ইসলাম শাহআলাম জানান, দেশ জুড়ে জাতীয় বৃক্ষরোপনের অংশ হিসেবে চৌহালীতে এই কর্মসূচি পালিত হবে। প্রথম ধাপে ৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ৭টি ইউনিয়নের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে চারাগুলো রোপণ করা হবে।
Tag :